ফরিদপুর-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী সরকারের উন্নয়নের সফলতা প্রচারে ফরিদপুরের আলফাডাঙ্গার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি, দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মো.সাখাওয়াত হোসেন।
শুক্রবার রাতে আলফাডাঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের পরিচালনায় বক্তব্য প্রদান করেন, আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি নজির মিয়া, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাতৈর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন আকিচ।
এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এম.এইচ.মুন্না ও আলফাডাঙ্গা ছাত্রলীগ নেতা মো. রেশাদ শেখসহ সাখাওয়াত হোসেনের সফরসঙ্গী হিসেবে অনেক নেতাকর্মী ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়সভায় লায়ন মো.সাখাওয়াত হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারন করে জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। সংসদ নির্বাচনে ইতিপূর্বে আমি ফরিদপুর-১ আসন থেকে নমিনেশন চেয়েছিলাম। সেইসূত্রে জননেত্রী শেখ হাসিনার সাথে আমার সৌজন্য স্বাক্ষাত হয়েছিল। তার অনুপ্রেরণায় আমি বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনকে অনেক প্রসার ঘটিয়েছি।সারাবিশ্ব যখন অর্থনৈতিক সমস্যায় জর্জরিত সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশের জনগণ অনেক সুখে রয়েছে। শেখ হাসিনার প্রচেষ্টায় স্বপ্নের পদ্মা হয়েছে বলেই ফরিদপুরসহ এ অঞ্চালের মানুষ দুই ঘন্টা সময়ের মধ্যে রাজধানীতে যাতায়াত করতে পারছি।
রাজধানীতে মেট্ররেল চালু, ঘরে ঘরে বিদ্যুৎ,বঙ্গবন্ধ স্যাটেলাইট-১, পায়রা বন্দর,বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিয়তকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব বর্ষ উপলক্ষে হাজার হাজার গৃহহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়নের সফলতাসহ সকল ক্ষেত্রে দেশের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এ উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচন করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন লায়ন মো.সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে নিজেদের ভিতর সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার আহব্বান জানান লায়ন মো.সাখাওয়াত হোসেন।
প্রিন্ট