বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা শ্রমিকলীগের দলের উদ্যোগে সংগঠনের সভাপতি শেখ মোজাফর আলী মুসার নেতৃত্বে আজ বুধবার বেলা ১১ টায় শহরের পশ্চিম খাবাসপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাশে বিভিন্ন শ্রেণী-পেশার গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ-জেলা বিএনপি ও শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বিদ্যুতের লোডশেডিং সহ নানান সমস্যায় মানুষ আজ দিশেহারা। নেতৃবৃন্দ অনতিবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। সকল নেতাকর্মীদেরকে একত্রিত হয়ে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করতে বলেন। পরিশেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রিন্ট