বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকাল দশটায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
- আরও পড়ুনঃ চাঁদকে আদালতে হাজির, আ’লীগের বিক্ষোভ
এ সময়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাঈম।
প্রিন্ট