ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোরে ফসলী জমি হ্রাস খাদ্য ঘাটতির আশঙ্কা Logo চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার Logo বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক Logo পূর্ব বিরোধকে কেন্দ্র করে রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা Logo রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ Logo বাল্যবিবাহ ও মাদক সমাজের ভয়ংকর ব্যাধিঃ -ইউএনও ফয়সাল আহমেদ Logo গাজীপুরের অধ্যাপক এম. এ মান্নান এর ৩য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে প্রশাসন Logo মুকসুদপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ৩ Logo শ্যামনগরে এনগেজ প্রকল্পের অধীনে এ্যাডভোকেসি এবং লবি বিষয়ে প্রশিক্ষণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামের আমতলা মোড় এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) চাকরি করেন।

বুধবার (৩১ মে) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, টিনশেডের আধাপাকা বাড়িটি ইটের প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির পিছনের প্রবেশ পথের দরজা ভাঙা। বাড়ির বারান্দার গ্রিলের তালা ও একটি কক্ষের দরজার ছিটকান ভাঙা। দুইটি কক্ষের মালামাল অগোছালো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ডাকাতির খবর শুনে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন।

আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. শিউলি খাতুন জানান, তখন রাত আনুমানিক ৩টা বাজে। তিনি সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এসময় ডাকাতরা তার গলায় থাকা স্বর্ণের চেন ধরে টান দিলে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি দেখেন তার কক্ষে ৬ জন লোক। তাদের মধ্যে চার জনের মুখ বাঁধা, তিন জনের হাতে পিস্তল এবং আর অন্যদের হাতে সাবল।

তিনি আরও জানান, ডাকাতরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে চুপচাপ থাকতে বলেন। তিনি তাদের কথামতে ভয়ে সন্তানদের নিয়ে অস্ত্রের মুখে চুপচাপ ছিলেন। ডাকাতরা তার বাড়িতে প্রায় আধাঘণ্টা সময় ধরে ডাকাতি করে বলে দাবি করেন।

তার গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেন, একটি আংটি, এক জোড়া কানের দুল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৬/৭ হাজার টাকা নিয়ে গেছেন বলে জানান।

চৌরঙ্গী বাজারের ওষুধ বিক্রেতা আব্দুল গণি ও পান্টি বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী পল্লব আহমেদ বলেন, এলাকায় একের পর এক অস্ত্র ধরে ডাকাতি হচ্ছে। এতে মানুষ খুব আতঙ্কিত। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, এই ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। সবগুলো ডাকাতি একই স্টাইলে হচ্ছে। কোনো একটি চক্র সংঘবদ্ধভাবে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতে মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

কুমারখালী থানার ডিউটি অফিসার এসআই বিলকিস খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে ফসলী জমি হ্রাস খাদ্য ঘাটতির আশঙ্কা

error: Content is protected !!

কুষ্টিয়ায় গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির অভিযোগ

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বরইচারা গ্রামের আমতলা মোড় এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) চাকরি করেন।

বুধবার (৩১ মে) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, টিনশেডের আধাপাকা বাড়িটি ইটের প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির পিছনের প্রবেশ পথের দরজা ভাঙা। বাড়ির বারান্দার গ্রিলের তালা ও একটি কক্ষের দরজার ছিটকান ভাঙা। দুইটি কক্ষের মালামাল অগোছালো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ডাকাতির খবর শুনে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন।

আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. শিউলি খাতুন জানান, তখন রাত আনুমানিক ৩টা বাজে। তিনি সন্তানদের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এসময় ডাকাতরা তার গলায় থাকা স্বর্ণের চেন ধরে টান দিলে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি দেখেন তার কক্ষে ৬ জন লোক। তাদের মধ্যে চার জনের মুখ বাঁধা, তিন জনের হাতে পিস্তল এবং আর অন্যদের হাতে সাবল।

তিনি আরও জানান, ডাকাতরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে চুপচাপ থাকতে বলেন। তিনি তাদের কথামতে ভয়ে সন্তানদের নিয়ে অস্ত্রের মুখে চুপচাপ ছিলেন। ডাকাতরা তার বাড়িতে প্রায় আধাঘণ্টা সময় ধরে ডাকাতি করে বলে দাবি করেন।

তার গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেন, একটি আংটি, এক জোড়া কানের দুল, দুইটি মোবাইল ফোন ও নগদ ৬/৭ হাজার টাকা নিয়ে গেছেন বলে জানান।

চৌরঙ্গী বাজারের ওষুধ বিক্রেতা আব্দুল গণি ও পান্টি বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী পল্লব আহমেদ বলেন, এলাকায় একের পর এক অস্ত্র ধরে ডাকাতি হচ্ছে। এতে মানুষ খুব আতঙ্কিত। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, এই ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। সবগুলো ডাকাতি একই স্টাইলে হচ্ছে। কোনো একটি চক্র সংঘবদ্ধভাবে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এতে মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

কুমারখালী থানার ডিউটি অফিসার এসআই বিলকিস খাতুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।


প্রিন্ট