বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে ছুটে চলছেন মোশারফ হোসেন মুশা মিয়া। তিনি মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে গিয়ে এই প্রচারণা করছেন।
ফরিদপুর-১ নির্বাচনী এলাকা ( বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) নিয়ে গঠিত। এই আসনের আগামী জাতিয় নিবাচনে আওয়ামী লীগে মনোনয়ন চেয়ে তিন উপজেলায় পৃথক সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
তিনি বোয়ালমারী উপজেলা পরিষদের পর পর তিন বারের নিবাচিত চেয়ারম্যান। এছাড়াও তিনি গত ৩৫ বছর ওই উপজেলার আ’ লীগের সাধারন সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার ফরিদপুর-১ সংসদীয় আসনের মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে গিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন ।
এসময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট চান।
মুশা মিয়া মধুখালী উপজেলার জাহাপুর, রায়পুর ও মধুখালী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাট-বাজারগুলোতে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, বোয়ালমারী পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা, শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান প্রমুখ।
এ সকল স্থানে গণসংযোগ কালে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই দেশ উন্নয়নে ধাবিত হয়েছে। পদ্মা সেতু, রুপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে, যার মধ্য দিয়ে এদেশ অর্থনীতিতে শক্ত ভিত্তি নিয়ে দাঁড়িয়েছে।
এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সকল দ্বন্দ্ব নিরসন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি বলেন, ছাত্রলীগের হাত ধরে আওয়ামী রাজনীতিতে দীঘ ৪৫ বছর এই দলের সঙ্গে সম্পৃক্ত। কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। দলের প্রয়োজনে বহু ত্যাগ স্বীকার করেছি।
আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা আমার এই চাওয়াকে গুরুত্ব দিবেন। সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।
প্রিন্ট