ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করেন।
সূর্যোদয়ের সাথে সাথে যথারীতি তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা করে। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী কেক কাটা হয় ।
সকাল ১০টায় ইউএনও তৌহিদ এলাহীর সভাপতিত্বে উপজেলা হলরুমে অলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনজুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দলীয় নেতকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র সাইফুর রহমান, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফউদ্দিন তারা, ইকবাল হোসেন চুন্নু, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা প্রমুখ।
সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে ইউএনও তৌহিদ এলাহীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভাও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য মনজুর হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট