বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি’র যৌথ উদ্যোগ ও মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের কাঠপট্টিস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপি’র সদস্য সচিব কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী প্রমূখ।
প্রস্তুতি সভায় বক্তারা সরকারের নানামুখী সমালোচনা করেন।
এছাড়া আগামী ৩০ মে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিম্নোক্ত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
৩০ মে তারিখ জেলা, মহানগর ও উপজেলাসহ সকল ইউনিটের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বিকেল চারটায় শহরের বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল, বেলা ১১ টায় জেলা ছাত্রদলের রক্তদান কর্মসূচি, ১২:৩০ ঘটিকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ, ৩১-মে তারিখ বিকেল চারটায় দলীয় কার্যালয় ফরিদপুর মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।
০১ জূন বেলা একটায় ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ কর্মসূচী- ০২-০৬-২০২৩ তারিখ বিকাল চারটায় দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা ও মহানগর জাসাসের আলোচনা সভা ও দোয়া মাহফিল, বেলা দুইটায় জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুর জেলা ও মহানগর শাখা খাবার বিতরণ বাইতুল মোকাদ্দেম মসজিদ সংলগ্ন এলাকায়।
|
০৩-০৬-২০২৩ তারিখ বিকাল চারটায় দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
০৪-০৬-২০২৩ তারিখ বিকেল চারটায় ঘটিকায় দলীয় কার্যালয়ে ফরিদপুর মহানগর ছাত্রদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
প্রিন্ট