দারিদ্র্য বিমোচনে অংশ নিন, যাকাত ফান্ডে যাকাত দিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার ২৫ মে দুপুর ১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়।
যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে ১১ জন হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সর্বমোট ৯৫,০০০/- টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে আগত হতদরিদ্র, পঙ্গু, শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক, সামাজিক ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। এসময় দেখা যায় যে, দুইজন ব্যক্তি শারীরিক অসামর্থ্যের কারণে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে পারেননি। তাদের কথা শুনে জেলা প্রশাসক দ্রুত চেক নিয়ে নিচে নেমে আসেন এবং তাদের হাতে চেক তুলে দেন।
জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবেশকালে কিছুটা কান্না মিশ্রিত জড়তার সাথে ইতস্তত করতে থাকেন মহম্মদপুর উপজেলার মোঃ সাজ্জাদুল ইসলাম। তাঁর এই সংকোচবোধ দেখে জেলা প্রশাসক তাকে কাছে এনে বসান এবং একসাথে খাবার গ্রহণ করেন।
এই আন্তরিকতায় তার সংকোচ কেটে যায়। কিছু সময় পূর্বেও জেলা প্রশাসকের সাথে বসে খাবার খাওয়া তার কাছে ছিল কল্পনাতীত। আর এই বিষয়টি যখন বাস্তবে পরিণত হল তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। খাবার গ্রহণ শেষে তিনিসহ সবার হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান মনির সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দগণ।
প্রিন্ট