চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন এর চন্ডিপুর গ্রামে ১৬ মার্চ মঙ্গলবার আগুনে পুড়ে গেছে দুই আদিবাসী পরিবারের ঘর। জানা গেছে, এদিন দুপুরে ঐ গ্রামের আদিবাসী শ্যামচন্দ্র মাহাতো ও দেবু নারায়ণ মাহাতো’র বাড়িতে আগুন লেগে বাড়ির দুটি ঘর নগদ অর্থ সহ সব কিছু পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ঐ গ্রামের জনসাধারণ মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও পরিবার দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দুইটি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।
প্রিন্ট