ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে।
আজ বুধবার সকাল আটটায় এ উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আজ বিকেল চারটায় শহরের আলিপুরস্থ শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স থেকে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে বলে জানা যায়।
এছাড়া আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।
প্রিন্ট