ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে জুসের নকল কারখানা থেকে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং দ্বারা তৈরি জুস, জুসবার, ড্রিংকা, এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্ল্যাবারড জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোকদিয়া বাজারে অবস্থিত আল্লার দান ফুড প্রডাক্ট এ অভিযান চালানো হয়।
এ সময় কারখানার মালিক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।
এসময় তিনি বলেন, গোপনীয় সংবাদ পাই, উপজেলার বিনোকদিয়া বাজারে ঘরের ভিতর অতি গোপনে দীর্ঘদিন যাবত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং এডিবল জেল, আর্টিফিশিয়াল ফ্ল্যাবারড দ্বারা তৈরি জুস, জুসবার, ড্রিংকা তৈরি করে বাজারজাত করছিল।
ঘটনাস্থানে উপস্থিত হয়ে সত্যতা পেয়ে মালিক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমান জুস ও জুস তৈরির কেমিক্যাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।
প্রিন্ট