রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ১১টায় কৃষকের মাঝে বিনা মূল্যে পেঁয়াজ বীজসহ বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) এবং পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন, পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহনেওয়াজ, পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করীম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, ১হাজার ৫শত চাষিকে পেঁয়াজ বীজ, ৬৫ জনকে সরিষা বীজ, ১৪০জনকে ধান বীজ, ১শজনকে ভুট্টা বীজ, ১শ জনকে সূর্যমুখী বীজ ও ৩৭০জনকে গমবীজ ও প্রয়োজনীয় এমওপি ও ডিএপি সার প্রদান করা হয়।