ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন বাজার জাটকা ইলিশে সয়লাব। বাজারের মাছ বিক্রেতারা শত শত কেজি জাটকা ইলিশ হাঁকডাক দিয়েই বিক্রি করছেন।
১লা নভেম্বর থেকে ৩০ শে জুন পর্যন্ত ৮ মাসের জন্য সারাদেশে ১০ ইঞ্চির নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রয় ও মজুদ সম্পনূ নিষেধ ।
নিষেধাজ্ঞা চলমান অবস্থায় বর্তমানে উপজেলা আকোট কালিখোলা বাজার, পিয়াজখালী, চন্দ্রপাড়া, মনিকোটা বাজারসহ বিভিন্ন বাজারে প্রকাশ্যে চলছে শতশত মন জাটকা ইলিশ বিক্রির হিড়িক।
জাটকা নিধনে ও বিক্রি বন্ধে উপজেলা মৎস অধিদপ্তরের নেই তেমন কোন তৎপরতা। এ জাটকা বিক্রি বন্ধে ও নিধনে প্রশাসনের কাছে জোর দবি জানিয়েছে সচেতন মহল।
প্রিন্ট