পাবনার চাটমোহরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল সোমবার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, সহকারী কমিশনার ভূমি মোছা.তানজিনা খাতুন,প্রানী সম্পদ কর্মকর্তা ডা.নুরে আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, চাটমোহর থানার( ওসি) তদন্ত নয়ন সরকার,ছাইকোলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।
এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম,উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ,বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য্য একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা,সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।
|
আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী।
বক্তরা ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি তুলে ধরে স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের ঐতিহাসিক তাৎপর্য স্বাধীনতা সংগ্রামকে কতটা বেগবান করেছিল সে বিষয়ে আলোচনা করেন।
প্রিন্ট