ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশপ্রাপ্তিতের পাবনার চাটমোহর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছ।
রোববার (০৭ মার্চ) বিকেল চারটায় থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার। আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শারমীন ইসলাম, চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী এসএম মোজাহারুল হক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বাচ্চু, ছাইকোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আলামীন জসিম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম এ মতীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর এজিএম (প্রশাসন) আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু।
শুভেচ্ছা বক্তব্য দেন, অনুষ্ঠানের সভাপতি ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই ডেভিড হিমাদ্রী বর্মন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনাকালে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। তারপর আনন্দ উদযাপনের কেক কাটেন অথিতিরা।
অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজৈনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
বাংলাদেশের পুলিশ সেদিন যেমন রুখে দাঁড়িয়েছিল, আজ তারা ৭ই মার্চ পালন করছে। তাদের সাধুবাদ জানাই। জামাত রাজাকার আজ আওয়ামীলীগকে দখল করতে চায়। পতাকাকে খামচে ধরতে চায়। তাদের সন্তানরা চাটমোহরে নেতৃত্ব দিতে চায়। এ বিষয়ে সচেতন থাকতে হবে। তারা যেন আওয়ামীলীগে ঢুকতে না পারে। সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। কোনো কারনে যেন আওযামী লীগের কে দখল করতে না পারে। আমরা মুজিব হত্যার বদলা নিয়েছি। আগামীতেও পারবো। ঘরের মধ্যে শত্রু ডুকে পড়েছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।
প্রিন্ট