পাবনার চাটমোহর পৌরসদরে রবিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ৪ টার দিকে মশা নিধন অভিযানের শুরু করে চাটমোহর পৌর মেয়র এ্যাড. সাখোয়াত হোসেন সাখো। পৌর সভার ৬ নং ওয়ার্ড এলাকার শাহী মসজিদ মোড় থেকে এই অভিযান শুরু করা হয়।
এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মাচারী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। এই চলমান অভিযানে দুটি ফগার ম্যাশিন দিয়ে পৌরসভার ৯ টি ওয়ার্ডে মশা নিধন অভিযান চলবে।
চাটমোহর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাখোওয়াত হোসেন সাখো বলেন, আপাতত দুটি ম্যাশিন দিয়ে কার্যক্রম চলমান আছে। আরো ফগার ম্যাশিন বরাদ্দের জন্য সরকারের কাছে আবেদন দেওয়া হয়েছে।
এছাড়া সাধারন মানুষদের আরো সচেতন হয়ে বাড়ির পাশে থাকা ছোট বড় পানি জমা পাত্র নিয়মিত পরিস্কার করতে হবে। সবার সচেতনতাই আমাদের মশা বাহিত রোগ থেকে মুক্তি দিতে পারে।
প্রিন্ট