চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে রুহুল আমিন (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সে উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্রামের শামিম মন্ডলের ছেলে।
বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান ও এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুহুল আমিন। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
রুহুল আমিনের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একজন আদম ব্যবসায়ী ছিলেন। মালোশিয়া লোক পাঠাবেন বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশ লোক পাঠাতে না পারায় উক্ত ব্যাক্তিগণ টাকার জন্য চাপ প্রয়োগ করেন, সে টাকা দিতে না পারার কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা।
প্রিন্ট