কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। মঙ্গলবার ১৪ মার্চ মাগুরা সদর উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এর বাস্তবায়নে অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও উপস্থাপনায় উপজেলা যুব উন্নয়ন অফিসার প্রশান্ত কুমার দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল- হাসান, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ. ম আব্দুল ফাত্তাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার সদস্য বৃন্দগণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যটাগরির ২০টি স্টল অংশ নেই। স্টল গুলোর মধ্যে ছিল ভার্মিকম্পোস্ট উৎপাদন, ইদুর দমন, ব্র্যাক নার্সারী, মৌ পালন, কৃষি ঋণ বিতরণ, মাশরুম চাষ, দানা জাতীয় ফসলের প্রযুক্তি বিস্তার, ছাদ কৃষি, নিরাপদ সবজি ও ফল উৎপাদন, মিশ্র ফল চাষ, কৃষি যান্ত্রিকীকরণ, শস্য বিন্যাস, ফসলের বীজ ও চারা পরিচিতি, জৈব সার উৎপাদন, ডিজিটাল কৃষি, উচ্চ মূল্যের ফসল উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি, মিশ্র ফল চাষ ও পারিবারিক পুষ্টি বাগান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ বক্তব্য বলেন মাগুরা জেলায় বছরে ৪ বার জমিতে ফসল উৎপাদন করা হয়। মাগুরা জেলা কৃষি সমৃদ্ধি জেলা এখানে প্রচুর পরিমাণে সারাবছর ধরে ফসল উৎপাদন হয়। তিনি অনুষ্ঠানের শেষে স্টল ঘুরে পরিদর্শন করেন এবং ২ জন চাষীদের মাঝে ৩ লাখ টাকার চেক প্রদান করেন।
প্রিন্ট