মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান এর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
বুধবার ৮ মার্চ সকাল ৯ টার সময় হতে বিকাল ৪ টা পর্যন্ত মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া এস এন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী সেবা দেওয়া হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের সৌজন্যে পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়াস ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, প্রাক্তন প্রধান প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান, এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, মহম্মদপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মশিউর রহমান, অধ্যক্ষ বিনোদপুর ডিগ্রি কলেজ মোঃ খায়রুজ্জামান, অবসরপ্রাপ্ত ডাঃ আব্দুল মান্নান, একপেট আহার অতঃপর হাসি নির্বাহী পরিচালক সোহেল সবুজ, মেম্বার ছিয়ারোন খাতুন।
চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাজমুজ জামান, ঢাকা শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ খন্দকার আশিকুর জামান, ডাঃ সমাপ্তি পোর্দ্দার। ফ্রি মেডিকেল অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন এএসএম সাইফুজ্জামান, নাদিরুজ্জামান পাভেল, রাজশাহী জেলার সানি।
এছাড়াও উপস্থিত ছিলো রেডক্রিসেন্ট এর কর্মী বৃন্দগণ। বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান বলেন ২০২২ সাল থেকে মানবতার সেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছি। তিনি আরও বলেন ভবিষ্যতে আগামী বছর গুলোতেও ফ্রি মেডিকেল মানবতার পাশে সেবা দিয়ে যাবে।
প্রিন্ট