কুষ্টিয়ার খোকসায় গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেনের এক বছর পূর্তি উপলক্ষে জবাবদিহিমূলক উন্মুক্ত প্রশ্ন উত্তর ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুরে গোপোগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ৭ নং গোপোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন ও আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ।
প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জিলাল উদ্দিন সাদ্দাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, হাফেজ সাইফুল ইসলাম, আবু জব গিফারী, আবু তালহা, আব্দুল্লাহ আল মামুন ও শরিফুল ইসলাম শফি।
|
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তাগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম এবং সমস্যার তুলে ধরেন বক্তব্য রাখেন। বর্তমান চেয়ারম্যান মোত্তালেব হোসেন আগামীতে পর্যায়ক্রমে সবধরনের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন।
প্রিন্ট