কুষ্টিয়ার খোকসায় ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা ও চিকিৎসা প্রদান। ১৯৫৬ সালে ঢাকার সেগুন বাগিচায় এইদিনে সমিতিটি প্রতিষ্ঠা করেন জাতীয় অধ্যাপক ডা. মো.ইব্রাহিম।
সেই সমিতি এখন ছড়িয়ে গেছে দেশের সকল জেলা সহ বেশ কিছু উপজেলাতেও। দেশের কোটি কোটি মানুষ এখন সমিতির বারডেম সহ এসব হাসপাতাল থেকে ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসা পাচ্ছেন।
দেশের অন্যান্য জায়গার মতো এদিনে খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে( ডায়াবেটিক হাসপাতালে) বিনামুল্যে শতাধিক মানুষের ডায়াবেটিক নির্নয় ও চিকিৎসা পত্র দেয়া হয়। বেশ কিছু রোগিকে বিনামুল্যে ঢাকার বারডেমের চারজন বিশেষজ্ঞ ডাক্তার ভিডিও কনসালটেশনে চিকিৎসা সেবা প্রদান করেন।
খোকসা রুরাল হেলথ কেয়ার ( খোকসা ডায়াবেটিক হাসপাতাল) এর ডাক্তারও এ উপলক্ষে আজ বিনামুল্যে রোগীদের চিকিৎসা প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান, খোকসা রুরাল হেলথ কেয়ার এর অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের আরিফুল আলম তসর, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রমুখ।

প্রিন্ট