নেয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আলফাডাঙ্গা প্রেসক্লাব।
গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্তরে আয়োজিত সমাবেশে ক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে বার্তা বাজার প্রতিনিধি মিয়া রাকিবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক ক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, সাংবাদিক আসাদুজ্জামান টুনু, মো.শাহরিয়ার, কবির হোসেন, আবুল বাশার, মো.ইকবাল হোসেন, আবুল বাশার শেখ, মো. লায়েকুজ্জামান, মনির হোসেন, কামরুল ইসলাম, শাহিনুর রহমান, আজিজুর রহমান দুলাল, মুজাহিদ ইসলাম নাঈম, মিয়া ও সৈয়দা নাজনীন প্রমুখ।
এছাড়া একাত্মতা প্রকাশ করেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ (ভারপ্রাপ্ত) তৌকির আহম্মেদ ডালিম ও বিশিষ্ট ব্যবসায়ী বায়েজিদ হোসেন শাহেদ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক বুরহান হত্যার বিচার দ্রæত সময়ের মধ্যে করতে হবে। দেশে সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন ঘটনা বার বার ঘটছে। ঘটনার সাথে জড়িতরা যত প্রভাবশালীই হোক তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তরা।
প্রিন্ট