কুষ্টিয়ার খোকসায় চাঁদ পাঠাগারের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে চাঁদট এম. বি. মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার হল রুমে কুরআন তেলাওয়াত,কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা ও গুনিজন সম্মাননা প্রদান করা হয়।
এবারে গুনিজন সম্মাননা প্রদান করা হয় শিক্ষায় বিশেষ অবদান রাখায় অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইব্রাহিম হোসেন, পরিবেশ রক্ষা ও জীব বৈচিত্র সংরক্ষনে কৃষ্ণ বিশ্বাসকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম জমির।
চাঁদ পাঠাগারের সভাপতি মুহা. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক নিলা খাতুন, সহকারী শিক্ষক শাহনাজ খাতুন, ব্যাংক কর্মকর্তা তারিক হাসান, মোঃ খাইরুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন, মোঃ আনারুল ইসলাম, মোঃ জুবায়ের হোসেন, মোঃ চাঁদ আলী, আবুল ফজল, মোঃ ফয়সাল হোসেন, মোঃ আমীর হামজা প্রমুখ।
এছাড়া সুধী ও বিভিন্ন বিদ্যালয় ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় বিজয়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম জমির।
প্রিন্ট