ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শালিখায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ Logo বাইসাইকেল নিয়ে সেতুর উপরে ঘুরতে গিয়ে প্রাণ গেলাে শুভ’র Logo রাজশাহী-১ আসনে বিএনপি’র গোছানো মাঠ নষ্টের চেষ্টা Logo রাজশাহীতে আনসার ও ভিডিপি’র মতবিনিময় সভা Logo ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত Logo শ্যামনগরে নারীদের এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংবেদনশীল কর্মশালা Logo বাঘায় আনিসুরকে গলা কেটে হত্যার দায় স্বীকার রায়হানের Logo কালুখালীতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ Logo জুলাই গণঅভুত্থানে আহত ও শহিদদের স্মরণে বাগাতিপাড়ায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত Logo গোয়ালন্দে মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ছয় মাসের বেশি নয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউ একটানা ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটিকে ম্যানেজ করে প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এমন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক থাকা অবস্থায় অন্য কোনো শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না—এমনটা বলা হয়েছিল। কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এ দায়িত্ব পালন করবেন।

এতে আরো বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটিকে ম্যানেজ করে প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে নিজেই প্রধান শিক্ষক হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে এতে বলা হয়, সহকারী প্রধান শিক্ষক একাধারে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এর মধ্যে তিনি প্রধান শিক্ষক নিয়োগের ব্যর্থ হলে জ্যেষ্ঠ তিনজন শিক্ষকের মধ্যে থেকে একজনকে পরের ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে।

তিনিও যদি ছয় মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন, তবে তিনি ব্যতীত অন্য তিন জ্যেষ্ঠ শিক্ষক থেকে একজনকে এ দায়িত্ব দেবেন। একবার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন শেষে এক বছর পর্যন্ত আবার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। মামলা বা মহামারিসহ অন্য কোনো কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দিতে না পারলে এভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করে দায়িত্ব পালন করতে হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শালিখায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

error: Content is protected !!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ছয় মাসের বেশি নয়

আপডেট টাইম : ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেউ একটানা ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটিকে ম্যানেজ করে প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এমন অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক থাকা অবস্থায় অন্য কোনো শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না—এমনটা বলা হয়েছিল। কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক এ দায়িত্ব পালন করবেন।

এতে আরো বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটিকে ম্যানেজ করে প্রধান শিক্ষক নিয়োগ না দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে নিজেই প্রধান শিক্ষক হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে এতে বলা হয়, সহকারী প্রধান শিক্ষক একাধারে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এর মধ্যে তিনি প্রধান শিক্ষক নিয়োগের ব্যর্থ হলে জ্যেষ্ঠ তিনজন শিক্ষকের মধ্যে থেকে একজনকে পরের ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে।

তিনিও যদি ছয় মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন, তবে তিনি ব্যতীত অন্য তিন জ্যেষ্ঠ শিক্ষক থেকে একজনকে এ দায়িত্ব দেবেন। একবার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন শেষে এক বছর পর্যন্ত আবার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। মামলা বা মহামারিসহ অন্য কোনো কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দিতে না পারলে এভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করে দায়িত্ব পালন করতে হবে।


প্রিন্ট