কুষ্টিয়ার খোকসায় সরকারি কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগী রোগীদের মধ্যে বিনামুল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, অন্যান্য সাধারন ও রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।১৯ ফেব্রুয়ারি রবিবার উপজেলার সন্তোষপুর কমিউনিটি ক্লিনিকে খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার এর আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা.কামরুজ্জামান সোহেল, রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার এর চিফ কোনর্ডিনেটর ডা. লিয়া খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শোমসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদর উদ্দিন খান, খোকসা সরকারি কলেজের অধ্যাপক জহুরুল ইসলাম, খোকসা রুরাল হেলথ ক্লিনিকের ডাক্তার আহসান হাবীব, বিশিষ্ট সমাজ সেবক আরিফুল ইসলাম তসর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার এর অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক স্থানীয় রোগীকে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়।
প্রিন্ট