কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খোকসা থানা পুলিশের অভিযানিক দল পৌরসভার ১নং ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামে অভিযান চালায়।
এ সময় তিন জন আরোহীরসহ মোটরসাইকেল পুলিশের গাড়ির সামনে পড়ে যায়। এক পর্যায়ে একজন মোটরসাইকেল আরোহী দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশ অপর আরোহী আসিফ (২১) ও সোবহানের (৩৬) শরীর তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে।
গ্রেপ্তার আসিফ উপজেলার হিজলাবট গ্রামের আব্দুল মতিনের ছেলে। আর সোবহান ঢাকা আশুলিয়ার সাধুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।
প্রিন্ট