ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ নামক স্থানে মোঃ ছামাদ সেখ (৩৫), পিতা- মৃত নাতু সেখ, ঠিকানা- গ্রাম- ডাঙ্গারপাড়, উপজেলা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর গত রবিবার রাত ৯-৩০ মিনিটে অটোবাইক ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার বিবরণে জানা যায়, মোঃ রবিন (২০), পিতা- আঃ জলিল, ঠিকানা- গ্রাম-খারদিয়া, উপজেলা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরের অটোবাইকে ছিনতাইকারী ছামাদ সেখ যাত্রীসেজে ওঠে এবং উল্লিখিত স্থানে তাকে ছুরিকাঘাত করে অটোবাইকটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে অটোবাইক ছিনতাইকারী মোঃ ছামাদ সেখ কে গণপিটুনি দেয়।
|
বতর্মানে আহত অটোবাইক চালক মোঃ রবিন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ নিহত ছিনতাইকারী ছামাদ সেখের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট