ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা 

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে নাজমুল শেখ (২৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে দুটি শিশু সন্তান রেখে স্ত্রী সুমি বেগম (২৫) বাপের চলে যাওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবারসূত্রে জানা গেছে। নিহত নাজমুল শেখ পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায়, নাজমুল শেখের সোহান নামের ৫ বছর বয়সী ও সহিদ নামের আড়াই বছর বয়সী দুটি ছেলে আছে। মাস দুয়েক আগে স্ত্রী সুমি তার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। সুমি একই গ্রামের আবু সাইদ মোল্যার মেয়ে। এ কারণে ছোট ছেলে দুটিকে প্রতিপালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন।
এর জেরে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন।
ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!

বোয়ালমারীতে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা 

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :
ফরিদপুরের বোয়ালমারীতে নাজমুল শেখ (২৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে দুটি শিশু সন্তান রেখে স্ত্রী সুমি বেগম (২৫) বাপের চলে যাওয়ায় অভিমানে তিনি আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবারসূত্রে জানা গেছে। নিহত নাজমুল শেখ পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায়, নাজমুল শেখের সোহান নামের ৫ বছর বয়সী ও সহিদ নামের আড়াই বছর বয়সী দুটি ছেলে আছে। মাস দুয়েক আগে স্ত্রী সুমি তার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। সুমি একই গ্রামের আবু সাইদ মোল্যার মেয়ে। এ কারণে ছোট ছেলে দুটিকে প্রতিপালনে নাজমুল শেখ পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন।
এর জেরে নাজমুল শেখ শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন।
ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রিন্ট