ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দু পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
জানা গেছে , পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া কাঁচাবাজারে আজ শুক্রবার সকাল ৯ টায় আবুল কালাম মোল্লা গ্রুপের আবু বক্কর (৩০), হায়দার (৪৫), ইয়াদ আলী (৪৮) সর্বপিতা মৃত আমজাদ সরদার (কসাই), ব্রাহ্মণপাড়া, থানা-ভাংগা , জেলা- ফরিদপুরকে একই এলাকার করিম মাতুব্বর ও ইয়াকুব মিয়া গ্রুপের সুলতান মাতুব্বর (৫০), ওমর মাতুব্বর (৪৫) উভয় পিতা করিম মাতুব্বর, সেকেন মোল্লা (৫৮) পিতা-মৃত তাসের মোল্লা, আয়নাল হক (৪০) পিতা মৃত আলেব বেপারী সর্ব সাং- ব্রাহ্মণ পাড়া , থানা- ভাঙ্গা জেলা- ফরিদপুরকে অতর্কিতভাবে গরুর মাংস কাটার চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
|
আহতরা বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য এলাকায় পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রিন্ট