ফরিদপুরের ভাংগা উপজেলায় ভাংগা থানাধীন মহাসড়কের সূর্যনগর যাত্রী ছাউনী সংলগ্ন পূর্বপাশের মূল সড়কে আজ সকাল ১০ টা ৩০ মিনিটে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাস্তা পারাপারের সময় আলফাজ(৯), পিতা-আলম খান, গ্রাম-চর ব্রাহ্মণপাড়া, উপজেলা-ভাংগা, জেলা-ফরিদপুর নামক পথচারীকে সজোরে ধাক্কা দিলে উক্ত পথচারী ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যু শিশুর সুরতহাল প্রস্তুত করেন। এই বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
প্রিন্ট