মাগুরা জেলা কারাগারে কয়েদিদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ বিনোদন উপভোগের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করতে পুরোনো আমলের সাদা-কালো টেলিভিশনের পরিবর্তে ৫ টি আধুনিক স্মার্ট এলইডি টেলিভিশন, সেলাই মেশিন, বই সহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় মাগুরা জেলা কারাগার অফিস কক্ষে উপকরণ বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। তিনি নিজ হাতে টেলিভিশন, সেলাই মেশিন উপহার দেওয়ার পর কয়েদিদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে যেন কারাবন্দীরা ধর্মীয় জ্ঞান অর্জন ও চর্চার মাধ্যমে জীবনের গতিপথ পরিবর্তন করার সুযোগ পায়।
নারী কারাবন্দীদের স্বাবলম্বী করতে এবং মুক্তিলাভের পর কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনেরও জায়গা- এরই প্রেক্ষাপটে বন্দীর হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল করার জন্য জেলা প্রশাসন, মাগুরা এর বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম অব্যাহত আছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন তিনি যোগদানের পর কারাগারের বিভিন্ন সমস্যা অনুধাবন করেন এবং যে কারনে আজকের এ বিতরন অনুষ্ঠান। তিনি কারাগারকে আধুনিক সংশোধনাগারে পরিনত করবেন। কারা কর্মকর্তা জেলার নূর মহম্মদ মৃধা বলেন ইতিমধ্যে কারাগারকে মাদক মুক্ত করা হয়েছে।
হাজতি বা কয়েদিদের দেখতে এখন কোন টাকা লাগেনা। হাজতি বা কয়েদিরা যাতে বাড়ী ফিরে পুনর্বাসন হতে পারে সে জন্য গত ২০২১-২২ অর্থ বছরে প্রায় ২ শত জনকে ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিকস ট্রেনিং দেওয়াহয়েছে। জেল থেকে ফিরে অনেকে পুনর্বাসীত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কারা কর্মকর্তা-কর্মচারী বৃন্দগণ, ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট বৃন্দগণ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সমাজ সেবা অধিদপ্তর, ইসলামি ফাউন্ডেশন ও ওয়ালটন বাংলাদেশ।
প্রিন্ট