ফরিদপুরের আলফাডাঙ্গার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিন ব্যাপী ঐতিহ্যবাহী চাপুলিয়া ফকির বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা ইসলামি ফাউন্ডেশন সমন্বয়কারী মাওলানা তামিন আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর থেকে আগত মেহমানমুফতী রিজওয়ান রফিকী।
প্রধান বক্তা ছিলেন ভাঙ্গা দারুস সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।ওয়াজ মাহফিল পরিচালনায় ছিলেন সুদক্ষ পরিচালক মাওলানা মাহ্দী হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন গোপালপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির ও স্থানীয় সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন প্রমুখ।