ঝালকাঠির নলছিটিতে তালুকদার এইড ফাউন্ডেশন নামের একটি সংগঠনের পক্ষ থেকে যুব সমাজকে নামাজ আদায়ে উৎসাহ দিতে টানা ৪১দিন জামাতের সহিত নামাজ আদায়ের জন্য মিন্টু তালুকদার নামের এক যুবককে একটি বাইসাইকেল উপহার হিসেবে দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার হাড়িখালি গ্রামে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ , মসজিদের মুসল্লীগন ও তালুকদার এইড ফাউন্ডেশনের কর্তারা উপস্থিত ছিলেন। তাদের এ ধরনের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।
তারা বলেন, বর্তমানে যুব সমাজ বিভিন্নভাবে বিপথগামী হচ্ছে তাদের নামাজে উৎসাহ দিতে তাদের চেষ্টাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। যারা ৫ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করে তারা নিশ্চয়ই অন্যান্য ভালো কাজের সাথেও যুক্ত থাকবে।
তালুকদার এইড ফাউন্ডেশনের সাথে যুক্ত এহসানুল হক মাহবুব বলেণ, যুব সমাজকে মাদকসহ অন্যান্য ক্ষতিকর দিক থেকে দূরে রাখতে আমাদের এটা একটা ক্ষুদ্র প্রয়াসমাত্র। আপনার আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন যাতে আমরা এক ধরনের কার্যক্রম চালু রাখতে পারি।