ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় মো. বাচ্চু মোল্যা (৪২) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল চালক সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক রাজমিস্ত্রী শুক্রবার (০৬ জানুয়ারি) রাতে কাজ শেষে মহিশালা বাজার থেকে বাড়ি ফেরার পথে মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাইকহাটি এলাকায় অবস্থিত বিদ্যুতের উপকেন্দ্রের সামনে পৌঁছালে ফরিদপুর গামী দ্রুতগতি ট্রাকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন এসে ওই রাজমিস্ত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের ডা. সিরাজুল ইসলাম মৃত ঘোষণা করে বলেন, হসপিটালে পৌঁছানোর আগে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. মামুনুর রহমান বলেন, খবর পেয়ে হসপিটালে গিয়ে লাশ উদ্ধার করা হয়। কোন প্রকার অভিযোগ না থাকায় নিহত পরিবারের লোকজনের নিকট লাশ হস্তান্ত করা হয়েছে।
প্রিন্ট