ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ শাহ্সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ নকশাবন্দি মোজাদ্দেদী (রঃ) বার্ষিক ওরছ গতকাল বুধবার শান্তিপূর্ণভাবেআখেরী মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়েছে ।
আজ মঙ্গলবার বাদ যোহর গদিনশীন পীর রওজা শরীফ জিয়ারত ও পতাকা উত্তোলন করে ওরছের আনুষ্ঠানিকতা শুরু করেন। উক্ত ওরছে দিনরাত কোরআন তেলাওয়াত ও তর্জমা করে, পীরের অছিয়ত-নছিয়ত প্রচার, জিকির-আসকার, মিলাদ মাহ্ফিল ও দফায় দফায় মোনাজাত করা হয়।
বুধবার বাদ ফজর পীরের রওজা জিয়ারত করে বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও সাফল্য কামনা করে আখেরী মোনাজাত করেন গদিনিশীন পীর শাহ্সুফি সৈয়দ কামরুজ্জামান নকশাবন্দি মোজাদ্দেদী আল ওরয়েসী। ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় লাখ লাখ আশেকান, জাকেরান ও মুরিদান উপস্থিত থেকে আকেরী মোনাজাতে অংশ নেন।
বিদায়ের সময় সদরপুর- চন্দ্রপাড়া, বালিয়াহাটি ও তারাইল সড়কে প্রায় ৫/৬ কিলোমিটার সড়কে ভক্তদের সমাগম ছিলো। বার্ষিক ওরছকে ঘিরে নিরাপত্তার দায়িত্বে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দরবারের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলে জানান, দরবারের মুখপাত্র মোঃ মাহাবুব রহমান ।
প্রিন্ট