ফরিদপুরের নগরকান্দায় দুটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ। সেই সাথে ছিনতাই হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সবাই ইজিবাইক ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল।
গ্রেপ্তাররা হলেন, পাশ^বর্তী ভাঙ্গা উপজেলার ব্রাক্ষণকান্দা গ্রামের মনিরুজ্জামানের ছেলে জয়নাল আবেদিন শশী (২৫), একই গ্রামের সামাদ শেখের ছেলে সুমন শেখ (২৮), ছোট হামিরদী গ্রামের এসকেন শরিফের ছেলে রাজু শরিফ (২৯), গোপালগঞ্জের পুরান পাথালিয়া গ্রামের মিন্টু শেখ (৩৭) ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোপালপুর গ্রামের নূর হোসেন (২৭)।
জানাগেছে, গত ২৬ ডিসেম্বর নগরকান্দার মাঠ বালিয়া গ্রামের বাসিন্দা চালক হান্নান ভূইয়াকে নেশা জাতীয় পানীয় খাইয়ে তার ইজিবাইটি নিয়ে যায়। বিষয়টি ওই চালকের স্ত্রী পুলিশকে জানালে ঘটনার দিন দিবাগত রাতে নগরকান্দার গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে ইজিবাইকটি উদ্ধার করা হয়।
এছাড়াও গত ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে নগরকান্দার কোদালিয়া গ্রামের বাসিন্দা তরিকুল ঠাকুরকে কুপিয়ে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। পরে ভাঙ্গার ছোট হামিরদী গ্রামে অভিযান চালিয়ে একটি গ্যারেজ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়। এসব ঘটনা গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা ঘটিয়েছে।
সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, পরাপর দুটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় পুলিশ প্রথমে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথকস্থানে অভিযান চালিয়ে আরো চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনায় ছিনতাই চক্রের আরো কয়েকজন সদস্যের নাম এসেছে। তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা চলছে। এসব ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।