ফরিদপুরের জেলার নগরকান্দা উপজেলা পরিষদের সামনে ও প্রধান সড়কে বিভিন্ন পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক বই বিতরণ করা হয়েছে। আজ বিকেল তিনটায় উক্ত কর্মসূচি পালন করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা আফজাল হেসেন, উপজেলা খাদ্য গুদাম রক্ষক শাহনেওয়াজ আলম, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের অস্তিত্ব খাদ্যের উপর নির্ভরশীল। তাই সুস্থ সবল জাতি গড়তে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।
প্রিন্ট