সদরপুরে পারিবারিক বিরোধের জের ধরে বসত ঘরে আগুন দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার চরমানাইর ইউনিয়নের জাজিরাকান্দি গ্রামের মহিউদ্দিন হাওলাদারের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয় বলে জানান মহিউদ্দিন।
প্রতিবেশীরা জানায়, শনিবার রাত ১২টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষনা করা হয়। আমরা ঘোষনা শুনে ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি।
মহিউদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানায়, তার পরিবারের সাথে একই গ্রামের ইলিয়াস হাওলাদার, ময়ফুল হাওলাদার ও বিল্লাল হাওলাদরসহ কয়েক জনের সাথে দীর্ষদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছে। এরই জের ধরে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে। গত শনিবার রাত ১২টার দিকে তারা আমার বাড়ির কাচারি ঘরে আগুন দেয়। আমার স্ত্রী সালমা বেগম আগুনের আলোতে তাদের দেখতে পেয়ে চিৎকার করলে তারা দ্রæত পালিয়ে যায়।
অভিযুক্ত ইলিয়াস হাওলাদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আগুন দেওয়ার ব্যাপরে আমরা কিছুই জানিনা। আমাদের বিরুদ্ধে দেয়া অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কোন সাখ্য-প্রমাণ নেই।
এব্যাপারে মহিউদ্দিন হাওলাদার ৮ জনকে আসামী করে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
প্রিন্ট