শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আলোক প্রোজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
আজ ১৪ ডিসেম্বর বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে সন্ধ্যা ছয়টায় শহরের স্বাধীনতা চত্বরে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোক প্রোজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব শাহ মোঃ ইশতিয়াক আরিফ,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মাসুদ হোসেন,সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ জনাব অসীম কুমার সাহা ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিসেস ঝর্ণা হাসান সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
|
প্রথমে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরবর্তীতে জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
প্রিন্ট