কুষ্টিয়ার খোকসায় ‘সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি-শিশু ও মাতৃস্বাস্থ্যর হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার। সবাই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল কাউসার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মেডিকেল অফিসার রবিউল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগন শিশু ও মাতৃস্বাস্থ্য সেবা উন্নতি সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে ২ জন নতুন যোগদানকারী স্বাস্থ্য কর্মীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করা হয়।
প্রিন্ট