ফরিদপুরের সদরপুরে ৭৭তম আন্তর্জাতিক বিশ^ মানবাধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। আজ শনিবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদরপুর উপজেলার শাখার উদ্যোগে সদরপুর প্রেসক্লাবে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. এম.এ গফফার মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ইয়াকুব আলী মোল্লা, আঃ ওহাব আকন, বীর মুক্তিযোদ্ধ ডা. মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু জাফর আকাশ, সাগঠনিক সম্পাদক আঃ সোবাহান শরীফ, অর্থ সম্পাদক রাজিব হোসাইন প্রমুখ। আলোচনা সভা পরবর্তী এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সবশেষে দুআ ও মুনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাংগঠিক সম্পাদক সোবাহান সৈকত। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডা. এম. এ গফফার মিয়া বলেন, আমাদের সমাজে পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ বিষয়ে মানবাধিকার কর্মীদের সচেতার সাথে প্রতিরোধ করতে হবে। আমরা প্রতিটি মানুষ মানবাধিকার পালন করে চলি তাহলে আমাদের সমাজে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা নেই।
সিনিয়র সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন বলেন, সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন ও সকল সভা-সেমিনারে যথাসময়ে উপস্থিত ও মানবাধিকার লঙ্ঘিত বিষয়গুলো সংগঠনের নিকট তুলে ধরার আহবান জানান। ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী তার বক্তব্যে মানবাধিকায় রক্ষায় বিশ^নবী হযরত মুহাম্মাদ (সা:) এর আদর্শ অনুসরণের জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রিন্ট