১। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি, ধর্ষণকারী ও খুনীদের বিরুদ্ধে আইনগত ভাবে শক্ত অবস্থান নিয়েছে। বাংলাদেশ আমার অহংকার স্লোগানে র্যাবের এই সমস্ত কর্মকান্ড দেশের সর্বস্তরের মানুষের কাছে ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২। র্যাব-৮, বরিশালের দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৯ নভেম্বর ২০২২ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা সিএন্ডবি ঘাট সংলগ্ন (কদম ফকির) এর ভাড়া বাড়িতে রিপন মোল্ল্যা(৪৫), পিতা-সামচুদ্দিন মোল্যা, সাং-হাবিগঞ্জ (হরিরামপুর আছির উদ্দিন শিকদারের ডাঙ্গী), থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুর নামের এক ব্যক্তি তার আপন ভাগ্নিকে ধর্ষণ করেছে বলে জানা যায়।
উল্লেখ্য, ঘটনাটি ঘটার পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যায় এবং আত্মগোপন করে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর ক্যাম্প উক্ত ধর্ষণকারী ব্যক্তিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ০৯/১২/২০২২ তারিখ র্যা ব-০৮, বরিশাল (ফরিদপুর ক্যাম্প) জানতে পারে যে, উক্ত ব্যক্তি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হোগলা বুনিয়া নামক এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র্যাব -০৮ বরিশাল এর ফরিদপুর ক্যাম্প ১০/১২/২০২২ তারিখ গভীর রাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারী আসামী রিপন মোল্ল্যা(৪৫), পিতা-সামচুদ্দিন মোল্যা, সাং-হাবিগঞ্জ (হরিরামপুর আছির উদ্দিন শিকদারের ডাঙ্গী), থানা-চরভদ্রাসন, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।৩। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
প্রিন্ট