ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন ঢাকা- খুলনা মহাসড়কের মালিগ্রাম সরুলদিয়া নামক স্থানে আজ শুক্রবার সকাল ৭ টায় যান্ত্রিক ত্রুটি কারণে দন্ডায়মানকৃত সয়াবিন তেল ভর্তি ট্রাক যার নং ঢাকা মেট্টো-ট-১৪-৯২৭৪ কে ঢাকা থেকে আগত বিটুমিন ভর্তি ট্রাক( লরি) যার নং চট্ট- মেট্টো ট-১১-৫৭৭১,এবং এর পিছনে থাকা রোড বোঝাই ট্রাক যার নং ঢাকা মেট্রো – ট-১৪-৩২০২ ট্রাক দুটি যথাক্রমে পিছন থেকে ধাক্কা দিলে পিছনে থাকা রোড বোঝাই ট্রাক চালক মোহাম্মদ আসাদুল( ৫৫),পিতা -মৃত গোলাম হোসেন, গ্রাম- সোলেমানপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহ ঘটনাস্থলেই মারা যায়।
শিবচর হাইওয়ে থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ট্রাক ড্রাইভার আসাদুল এর লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যান। লাশটি শিবচর হাইওয়ে থানা হেফাজতে আছে এবং বতর্মানে মহা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।