ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

-ছবি প্রতীকী।

ফরিদপুরের ভাঙ্গা  উপজেলাধীন  ঢাকা- খুলনা মহাসড়কের মালিগ্রাম সরুলদিয়া নামক স্থানে আজ‌ শুক্রবার  সকাল ৭ টায়  যান্ত্রিক ত্রুটি কারণে দন্ডায়মানকৃত  সয়াবিন তেল ভর্তি ট্রাক যার নং ঢাকা মেট্টো-ট-১৪-৯২৭৪ কে  ঢাকা থেকে আগত বিটুমিন ভর্তি ট্রাক( লরি) যার নং চট্ট- মেট্টো ট-১১-৫৭৭১,এবং এর পিছনে থাকা রোড বোঝাই  ট্রাক যার নং ঢাকা মেট্রো – ট-১৪-৩২০২ ট্রাক দুটি  যথাক্রমে পিছন থেকে ধাক্কা দিলে পিছনে থাকা রোড বোঝাই ট্রাক  চালক মোহাম্মদ আসাদুল( ৫৫),পিতা -মৃত গোলাম হোসেন, গ্রাম- সোলেমানপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহ ঘটনাস্থলেই  মারা যায়।
শিবচর হাইওয়ে থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ট্রাক ড্রাইভার আসাদুল এর  লাশ উদ্ধার করে  হাইওয়ে থানায় নিয়ে যান। লাশটি  শিবচর হাইওয়ে থানা হেফাজতে আছে এবং  বতর্মানে  মহা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

আপডেট টাইম : ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :
ফরিদপুরের ভাঙ্গা  উপজেলাধীন  ঢাকা- খুলনা মহাসড়কের মালিগ্রাম সরুলদিয়া নামক স্থানে আজ‌ শুক্রবার  সকাল ৭ টায়  যান্ত্রিক ত্রুটি কারণে দন্ডায়মানকৃত  সয়াবিন তেল ভর্তি ট্রাক যার নং ঢাকা মেট্টো-ট-১৪-৯২৭৪ কে  ঢাকা থেকে আগত বিটুমিন ভর্তি ট্রাক( লরি) যার নং চট্ট- মেট্টো ট-১১-৫৭৭১,এবং এর পিছনে থাকা রোড বোঝাই  ট্রাক যার নং ঢাকা মেট্রো – ট-১৪-৩২০২ ট্রাক দুটি  যথাক্রমে পিছন থেকে ধাক্কা দিলে পিছনে থাকা রোড বোঝাই ট্রাক  চালক মোহাম্মদ আসাদুল( ৫৫),পিতা -মৃত গোলাম হোসেন, গ্রাম- সোলেমানপুর, থানা- কোটচাঁদপুর, জেলা- ঝিনাইদহ ঘটনাস্থলেই  মারা যায়।
শিবচর হাইওয়ে থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ট্রাক ড্রাইভার আসাদুল এর  লাশ উদ্ধার করে  হাইওয়ে থানায় নিয়ে যান। লাশটি  শিবচর হাইওয়ে থানা হেফাজতে আছে এবং  বতর্মানে  মহা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।