কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার প্রেমাংশু বিশ্বাস। প্রথম দিনে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুথ থেকে আট জন ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়। এর হচ্ছে ডাঃ শামীম মাহমুদ, ২ জন নার্স, টেকনোলজিস্ট ও খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলিম রেজা আকু সহ অন্যরা।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন এখন থেকে প্রতিদিন আমাদের ভ্যাকসিন প্রদান বুথে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়ার জন্য সবাই দ্রুত রেজিষ্ট্রেশন করুন। কোভিড-১৯ মুক্ত পৃথিবী গড়ে তুলুন।
প্রিন্ট