কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার প্রেমাংশু বিশ্বাস। প্রথম দিনে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুথ থেকে আট জন ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়। এর হচ্ছে ডাঃ শামীম মাহমুদ, ২ জন নার্স, টেকনোলজিস্ট ও খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলিম রেজা আকু সহ অন্যরা।