যুক্তি তর্কে, সংস্কৃতির শীর্ষে এই পতিপাদ্যে চাটমোহর ডিবেট ক্লাব ও চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা শহীদ মিনার চত্তরে শনিবার(৬ ফেব্রুয়ারী) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তঃউপজেলা বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বির্তকের বিষয়- “সর্বত্ত বাংলা ভাষার প্রয়োগি মাতৃভাষার ব্যবহার নিশ্চিত করাতে পারে।”
ফাইনালে দুটি দল বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ দুটি দল হচ্ছে ভাষা সৈনিক আলতাফ মাহমুদ দল এবং ভাষা শহীদ আব্দুল জব্বার দল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসৈকত ইসলাম,চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছঃফিরোজা পারভীন,চাটমোহর প্রসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টকুন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।