ঝালকাঠির নলছিটিতে বরিশালের ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬নভেম্বর) নলছিটি প্রেসক্লাব সম্মুখে সকাল ১০ঘটিকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম,সহ-সভাপতি ইউসুফ তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মিলন কান্তি দাস, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মনু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কেএম সবুজ, সদস্য মো. খলিলুর রহমান মৃধা, সাংবাদিক আমির হোসেন, তপন দাস,খান হাসান, মোস্তাফিজুর রহমান রিপন, মো. জসিম হাওলাদার, শরিফুল ইসলাম পলাশ, বশির হাওলাদার, মো. আমিন হোসেন, সোহেল রানা, তপু পোদ্দার, রাসেল মৃধা, শাকিল খলিফা, নাঈম মল্লিক প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন ঢাকা পোষ্টের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদি হাসান, বিডি ক্রাইম টোয়েন্টিফোরের সম্পাদক ও প্রকাশক রিপন হাওলাদার, বরিশাল ক্রাইম ট্রেস পোর্টালের প্রকাশক ও সম্পাদক মো. অনিক, বিএইচএস টিভি অনলাইন ডটকমের নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক সাব্বির, ও দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক জহিরুল ইসলাম খান রাসেল,সাংবাদিক শিকদার মাহাবুবের বিরুদ্ধে সার্ভেয়ার মোতালেব হোসেনের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
প্রিন্ট