মাগুরা সদর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে প্রনোদন কর্মসূচির আওতায় রবি ২০২২-২৩ মৌসুমে বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
সোমবার ৭ নভেম্বর দুপুর ১২ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিস মাগুরা সদর এর আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের উপকরণ বিতরণ হয়। কৃষকদের মাঝে উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবীর সহ কর্মকর্তা ও পৌরসভার কৃষক বৃন্দগণ। শুভ উদ্বোধন অনুষ্ঠানে জন প্রতি একজন কৃষককে ১ কেজি বারি সরিষা-১৪, দশ (১০) কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয় ।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবীর জানান, ১৫২৫ জন কৃষকদের মধ্যে প্রথম দিনেই পৌরসভায় চাষকৃত ৫০০ জন কৃষকদের মাঝে ফসলের উপকরণ বিতরণ করা হয়। এরপর পর্যায়ক্রমে পরবর্তী দিনে ভুট্টা বীজ (বিএডিসির আওতায়), শীতকালীন পেঁয়াজ বীজ, গম বীজ, বাদাম বীজ, মুগ ডাল বীজ, মসুর ডাল বীজ বিতরণ করা হবে।
প্রিন্ট