কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা ।উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক তারিকুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপজেলা সমবায় অফিসার সেলিম পারভীন। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ।
বক্তাগণ সমবায় দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা ও সভাপতি উপজেলা নিবার্হী অফিসার রিপন বিশ্বাস।
প্রিন্ট