পাবনার চাটমোহর থানা পুলিশের আয়োজনে কমিউনিট পুলিশিং ডে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ অক্টোবর সকাল ১০ টায় চাটমোহর থানা চত্বরে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুরুতে একটি র্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষে আয়োজিত সুধী সমাবেশে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক,চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, সাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু, বিলচলন ইউনিয়নের চেয়ারম্যান মো আক্তারুজ্জামান, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমূখ।
এসময় চাটমোহর থানা পুলিশের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি,সাংবাদিক সুধিজন উপস্থিত ছিলেন।
কমিউনিটি পুলিশিং ডে সুধী সমাবেশ বক্তরা বক্তব্যে চাটমোহর উপজেলার আইন শৃঙ্গলা স্বাভাবিক রাখতে সকালের সহযোগিতা কমনা করেন।
প্রিন্ট