রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ এবং পাংশা উপজেলা ওয়ার্ডের সদস্য গোবিন্দ কুন্ডুকে শুক্রবার ২১ অক্টোবর সকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাংশার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম কালিতলা বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের নেতৃবৃন্দ।
পাংশা শহরস্থ একেএম শফিকুল মোরশেদ আরুজ ও গোবিন্দ কুন্ডুর বাসভবনে গিয়ে পৃথকভাবে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে সেনগ্রাম কালিতলা বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অসিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা (কার্তিক সাহা)’র নেতৃত্বে মন্দিরের সহসভাপতি তপন কুমার পাল, কৃষ্ণ ঘোষ, মানিক ঘোষ, বিকর্ণ মাস্টার, তপন কুমার বিশ্বাস, রূপ কুমার বিশ্বাস, নিতাই অধিকারী, নরেশ বিশ্বাস, শিবা বিশ্বাস, হরিদাস বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, গৌতম সাহা, ভজন বিশ্বাস, কমল শর্ম্মা, রহিত শর্ম্মা ও রামপ্রসাদ সরকারের সমন্বয়ে মন্দিরের নেতৃবৃন্দ প্রথমে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য গোবিন্দ কুন্ডুর বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় মন্দিরের নেতৃবৃন্দের সাথে বাহাদুরপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনিও গোবিন্দ কুন্ডুকে শুভেচ্ছা জানান।
এছাড়া পাট্টা ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার অতুল সরকার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য গোবিন্দ কুন্ডুকে ফুলেল শুভেচ্ছা জানায়। জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য গোবিন্দ কুন্ডু সবার সাথে শুভেচ্ছা ও কশলাদি বিনিময় করেন।
এরপর সকাল ১১টার দিকে সেনগ্রাম কালিতলা বাজার কেন্দ্রীয় কালী মন্দিরের নেতৃবৃন্দ রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। সেখানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল ও পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট